বাদল আহাম্মদ খান
নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
দীর্ঘ ১৫ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রকাশ্যে মিছিল করলো জামায়াত ইসলামী। জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন সফল করার লক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর মিছিল বের হয়। মিছিলটি পৌরশহরের সড়ক বাজার, ষ্টেশন রোড ঘুরে মুক্ত মঞ্চের সামনে সমাবেশ করে। আগামী ১৫ অক্টোবর (মঙ্গলবার) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন সফল করার লক্ষে এ কর্মসূচি পালন করা হয়। কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান উপস্থিত থাকার কথা রয়েছে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মোঃ ইকবাল হোসেন ভূইয়া, সেক্রেটারি মাওঃ মোঃ বোরহান উদ্দিন খান।
বক্তারা বলেন, বিগত আওয়ামীলীগ সরকার জামায়াতের ইসলামীর নেতাকর্মীদেরকে অনেক জুলুম নির্যাতন করেছে। ১৫ বছর পর প্রকাশ্যে মিছিল করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। বৈষম্য বিরোধী আন্দোলনে শাহাদাতবরণকারী আবু সাঈদসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর মো: মোরশেদ আলম, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সিফাত উল্লাহ, সেক্রেটারি আব্দুল্লাহ, শিক্ষক আব্দুর রহমান কাশগরি।