বাদল আহাম্মদ খান
নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুকুর ভরাট অপরাধে
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা আদায় ।
সোমবার দুপুরে উপজেলার ইছাপুরা ইউপি ও উপজেলা প্রাণকেন্দ্রে মির্জাপুর মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মোজাহেরুল হক ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় , উপজেলার ইছাপুরা ইউপির মির্জাপুর গ্রামের মৃত. বদরুদ্দিনের ছেলে আজিজুল হক প্রকাশ মলাই (৫০) কে জলাশয় সংরক্ষণ আইন, ২০১০ অনুযায়ী অপরাধে জরিমানা আদায় করা হয় ও
পুকুরটির ভরাট কার্যক্রম বন্ধ করে পরিবেশের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে মুচলেকা রাখা হয়।
এসব উপস্থিত ছিলেন সহকারী ইউনিয়ন ভূমিকম্পকর্তা আবুল কাশেম এবং থানা পুলিশ