• ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পিস্তল-কার্তুজসহ যুবলীগ নেতা গ্রেফতার

Mofossal Barta
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৪, ১৮:৫১ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় পিস্তল-কার্তুজসহ যুবলীগ নেতা গ্রেফতার
সংবাদটি শেয়ার করুন....

ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মো. সুমন মিয়াকে (৪৮) গ্রেফতার করেছে যৌথবাহিনী।

শুক্রবার রাতে তাকে শহরের মধ্যপাড়া থেকে সেনাবাহিনী ও র‌্যাবের একটি যৌথ দল গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড কার্তুজ এবং কার্তুজের একটি খোসা পাওয়া যায়।

গ্রেফতার সুমন মিয়া ব্রাহ্মণবাড়িয়া শহর আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার সাবেক ভাইস চেয়ারম্যান মো. মুসলিম মিয়ার ছেলে। সুমন মিয়া ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক এজিএস।

 

শুক্রবার রাতে যৌথবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে জেলা শহরের মধ্যপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তারা ঘর তল্লাশি করে একটি পিস্তল, একটি খালি কার্তুজ এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, এই ঘটনায় সুমন মিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।