• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় শিক্ষার্থীদের মাঝে শীতকালীন সবজির চারা বিতরণ

Mofossal Barta
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৪, ১১:০২ পূর্বাহ্ণ
কুমিল্লায় শিক্ষার্থীদের মাঝে শীতকালীন সবজির চারা বিতরণ
সংবাদটি শেয়ার করুন....

কুমিল্লায় শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক শীতকালীন সবজির চারা বিতরণ করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) নগরীর কুমিল্লা আইডিয়াল কলেজ মিলনায়তনে লাউ,বরবটি,শিম,টমেটো ও মরিচের চারা বিতরণ করা হয়। এর আগে কলেজের ছাদে বীজতলা তৈরি করেন শিক্ষার্থীরা।

কুমিল্লা আইডিয়াল কলেজ ও সাপ্তাহিক গোমেতি সংবাদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ। গোমেতি সংবাদের প্রকাশক মোবারক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা, ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুমাইয়া বিনতে হোসাইনী, এখন টিভির কুমিল্লার ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ,কৃষিপ্রেমী মমিনুল ইসলাম, বাসস প্রতিনিধি মহসিন কবীর, বিজনেস স্ট্যান্ডার্ড প্রতিনিধি তৈয়বুর রহমান সোহেল, ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আবু সুফিয়ান রাসেল।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগানো জরুরি। কৃষির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বাড়ির আঙ্গিনায়,বাসার ছাদে সবজির আবাদ করতে হবে।