• ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বেশি দামে পণ্য বিক্রি, ১০ ব্যবসায়ীকে জরিমানা

Mofossal Barta
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৪, ১৮:২০ অপরাহ্ণ
বেশি দামে পণ্য বিক্রি, ১০ ব্যবসায়ীকে জরিমানা
সংবাদটি শেয়ার করুন....

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি নেওয়ায় ১০ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার সকালে উপজেলার তিনটি বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাহমুদ হাসান রনি।

তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের গঠিত বিশেষ টাস্কফোর্সের অভিযানে উল্লাপাড়া উপজেলার সদর, পাঁচলিয়া ও দৌলতপুর বাজারে ডিম, মুরগি ও সবজির দোকানগুলোতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় তাদের জরিমানা করা হয়।

 

এসময় ভেটেনারি সার্জন মোহাম্মদ শামীম আখতার, দু’জন শিক্ষার্থী প্রতিনিধি ও সিরাজগঞ্জ পুলিশ লাইনের একটি দল উপস্থিত ছিল।