• ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় পুকুরে পানি সেচ দিতে গিয়ে প্রাণ হারালো মনিরুল,

Mofossal Barta
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২৪, ১২:৩২ অপরাহ্ণ
গাইবান্ধায় পুকুরে পানি সেচ দিতে গিয়ে প্রাণ হারালো মনিরুল,
সংবাদটি শেয়ার করুন....

আঃ রাজ্জাক সরকার
গাইবান্ধা জেলা,
গাইবান্ধায় পুকুরে পানি সেচ দিতে গিয়ে প্রাণ হারালো মনিরুল
গাইবান্ধায় পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মনিরুল ইসলাম (৪০) নামের ১ ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) বিকেলে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের খুরশাল গ্রামে। মনিরুল ইসলাম খুরশাল গ্রামের হাফিজার রহমানের পুত্র।
স্থানীয়রা জানায়, বিকালে মনিরুল ইসলাম বিদ্যুৎচালিত মটরদিয়ে পুকুরের পানি সেচ দিতে থাকে। এর এক পর্যায়ে বিদ্যুতের সংযোগ তার পুকুরের পানিতে লাগলে মহুর্তেই পানি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় মনিরুল ইসলাম বিদ্যুতায়িত হয়ে চিৎকার দিলে স্থানীয়রা দ্রুত এসে তাকে উদ্ধার করে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
গোবিন্দগঞ্জ থানার বৈরাগী হাট তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ এস. আই শাহজাহান বিদ্যুতায়িত হয়ে মনিরুল ইসলাম এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন,