যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ আইয়ুবের নেতৃত্বে আনন্দ মিছিল ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে যুবদল ও বিএনপির নেতাকর্মীরা।
বিগত দিনগুলোতে রাজনৈতিক নানা জটিলতায় বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন না করলেও এবারে জিয়া উদ্যানে দেখা গিয়েছে ভিন্ন চিত্র।
ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন ইউনিট থেকে খন্ড খণ্ড আনন্দ মিছিল আসলেও সাবেক যুবনেতা মোহাম্মদ আইয়ুব এর আনন্দ মিছিল ছিল যুবদল নেতাকর্মীদের ঢল।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে আইয়ুব বলেন- বিএনপির রাজনীতিতে সব সংকটে যুবদল পাশে ছিল।যুবদলের এই ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যুবদল সংগঠনটি হয়ে উঠুক মানুষের হৃদয়ের স্পন্দন।
এসময় তিনি যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশের সকলকে শুভেচ্ছা জানান।