বরিশালঃ
রিক্সা –ভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের অভিষেক অনুষ্ঠানে ব্যাটারিচালিত যানবাহনের বিআরটিএ স্বীকৃত লাইসেন্স প্রদান ও ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্থ মানুষদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দাবি উত্থাপিত হয়েছে।শনিবার (০১ জুন) বেলা ১১ টায় নগরের অশ্বিনী কুমার হলে এ সমাবেশের আয়োজন করে বরিশাল রিক্সা –ভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন।
বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড রাজেকুজ্জামান রতন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ইমাম হোসেন খোকন, রিক্সা, ব্যাটারী রিক্সা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য জনার্দন দত্ত নান্টু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী গত ২০ মে ‘২৪ তারিখ ঢাকায় শ্রমিকদের আন্দোলনের মুখে নির্দিষ্ট আইনের আওতায় ব্যাটরীচালিত রিক্সা চলাচলের অনুমতি দেয়ার ঘোষণা দিয়েছেন। বরিশালে রিক্সা ইউনিয়নের নেতৃত্বে ও পরবর্তীতে রিক্সা, ব্যাটারী রিক্সা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের নেতৃত্বে ২০১২ সাল থেকে সারাদেশে এই দাবিতে দীর্ঘ দিন সংগ্রাম করে আসছে। প্রায় ৫ কোটি বেকারের এই দেশে প্রায় ৬০ লক্ষ মানুষের আত্ম কর্মসংস্থানের এই পেশার উপর শাসকশ্রেণি বারবার আঘাত করে ৩ কোটি মানুষের জীবন ও জীবিকাকে সংকটগ্রস্ত করেছে। প্রধানমন্ত্রী এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বক্তব্য থেকে এটা স্পষ্ট যে, ব্যাটারী চালিত রিক্সার নকশায় কিছুটা পরিবর্তন সাপেক্ষে স্বল্প ব্যায়ে পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলার অন্যতম প্রধান শিল্প। তারপরেও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের ভাগাভাগির চাঁদাবাজী অব্যাহত রাখতেই ব্যাটারী রিক্সা উৎপাদনের সকল প্রক্রিয়া চালু রেখে শুধুমাত্র চালানোর উপর বিভিন্ন মাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করে রাখা হয়েছে। সরকার এসব বাহনের বিরুদ্ধে বিদ্যুৎ অপচয়ের যে অভিযোগ করে তা অযৌক্তিক এবং উদ্দেশ্য প্রণোদিত।
নেতৃবৃন্দ, থ্রি-হুইলার নীতিমালার অধিনে বিআরটিএ কর্তৃক ব্যাটারী রিক্সার বিজ্ঞান সম্মত ডিজাইন নির্ধারণ, এই বাহনের নিবন্ধন এবং চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্স দেওয়ার মাধ্যমে বিদ্যমান অনিয়মসমূহ দুর করতে পদক্ষেপ গ্রহণের আহবান জানান। সমাবেশ থেকে অবিলম্বে সংগ্রাম পরিষদের সংশোধনী প্রস্তাব গ্রহণ করে ‘থ্রি-হুইলার ও সমজাতীয় যানবাহন নিয়ন্ত্রণ নীতিমালা ২০২১’ চূড়ান্ত করে গেজেট প্রকাশ করা, প্রতিটি মহাসড়ক ও বড় সড়কে দ্রুতগতি ও স্বল্পগতির বাহনের জন্য আলাদা লেন/সার্ভিস রোড নির্মাণ করা, রিক্সাচালকদের উপর হয়রানি বন্ধ করা, রিক্সা শ্রমিকদের জন্য সরকারি উদ্যোগে আবাসন ও রেশনিং-এর ব্যবস্থা করা, ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্থ মানুষদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান।
আলোচনা সভা শেষে ২০১৮ সালে ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্সের আন্দোলনে গ্রেফতারকৃত ও কারানির্যাতিত ২৫ জন নেতাকে রিক্সা ইউনিয়নের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
এরপর সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড রাজেকুজ্জামান রতন বরিশাল রিক্সা -ভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের(রেজি খুলনা ২৩২৪) ২০২৪-২৭ মেয়াদে নবনির্বাচিত কমিটিকে পরিচয় করিয়ে দেন।
নবনির্বাচিত কমিটির সভাপতি দুলাল মল্লিক, সহ-সভাপতি মনির হোসেন সর্দার, সাধারণ সম্পাদক ডা. মনীষা চক্রবর্তী,সহ-সাধারন সম্পাদক শহিদুল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক শহিদ শেখ, দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক আবুল বাশার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক সাইদুল ইসলাম।
আলোচনা সভা শেষে একটি লাল পতাকা মিছিল নগরেরর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।