• ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ার হোটেলে মা ও ১১ মাসের শিশু খুন

Mofossal Barta
প্রকাশিত জুন ২, ২০২৪, ১৫:০১ অপরাহ্ণ
বগুড়ার হোটেলে মা ও ১১ মাসের শিশু খুন
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্কঃ
আজ দুপুরে বগুড়ার বনানী এলাকার একটি হোটেল থেকে এক নারী ও তার ছেলের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন, শাহজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, দ্য ডেইলি স্টারকে জানান, আশামনি (২৫) ও তার ১১ মাসের ছেলে আবদুল্লাহ আল রাফি।

তিনি জানান, গতকাল ওই নারী তার স্বামীর সঙ্গে শুভেচ্ছ হোটেলে একটি রুম ভাড়া নেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, ঘটনার পর পুলিশ শিশুটির বাবা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক আজিজুল হককে আটক করেছে।

আজিজুলকে চট্টগ্রামে পদায়ন করা হয়েছে।