• ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সোহেলের প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছে তৃণমূল বিএন পি

Mofossal Barta
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৪, ১৩:৩৫ অপরাহ্ণ
সোহেলের প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছে তৃণমূল বিএন পি
সংবাদটি শেয়ার করুন....

আঃ রাজ্জাক সরকার
গাইবান্ধা জেলা,
প্রায় অর্ধশত মামলা মাথায় নিয়ে তুলশি ঘাটের ৮ মার্ডার মামলায় নিশ্চিত ফাঁসির আসামি হয়ে গর্ভধারীণি মায়ের জানাযায় যাকে চোরের মতো দাড়িয়ে কবরে মাটি না দিয়ে পুলিশের ভয়ে পালাইতে হয়, প্রতিটা আন্দোলনে পুলিশকে মোকাবেলা করতে যার বিকল্প নেই, সেই মোর্শেদ হাবীব সোহেল কে বহিষ্কার করতে আপনাদের বিবেক কি একবারও নাড়া দেয় নি,প্রতিবন্ধী নেতৃত্ব দিয়ে আর যাই হউক শহীদ জিয়ার আদর্শের বিএনপি চলতে পারেনা,অবিলম্বে উক্ত বহিষ্কারাদেশ প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি