• ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নেশার টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে মারল ছেলে

Mofossal Barta
প্রকাশিত জুন ৩, ২০২৪, ১২:১৬ অপরাহ্ণ
নেশার টাকা না দেওয়ায় মাকে  কুপিয়ে মারল ছেলে
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্কঃ

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার ভেলুয়ার দিঘির উত্তর পাড় এলাকায় মা রিনা আক্তার চন্দনাকে (৪০) কুপিয়ে হত্যা করেছে ছেলে। পুলিশ জানিয়েছে, মায়ের কাছে মাদক সেবনের টাকা চাইলে দিতে অপারগতা প্রকাশ করেন তিনি। একপর্যায়ে ছেলে বটি দা দিয়ে এলো পাথারি কুপিয়ে মাকে হত্যা করে।

এই ঘটনায় জড়িত ছেলে মো. ওমর ফারুককে (২৩) আটক করেছে পুলিশ।

গতকাল রবিবার রাতে এই ঘটনা ঘটে। নিহত রিনা আক্তার চন্দনা (৪০) গাড়িচালক আকতার হোসেনের স্ত্রী। তাদের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায়। ভেলুয়ার দিঘির উত্তর পাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন তারা।
 

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কেপায়েত উল্লাহ বলেন, ওমর ফারুক ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবন করত। গতকাল রবিবার রাতে মাদক সেবনের টাকার জন্য মাকে চাপ দেয় সে। মা টাকা না দেওয়ায় দা দিয়ে কুপিয়ে মাকে হত্যা করে।

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ওমর ফারুককেও আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।