চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কেপায়েত উল্লাহ বলেন, ওমর ফারুক ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবন করত। গতকাল রবিবার রাতে মাদক সেবনের টাকার জন্য মাকে চাপ দেয় সে। মা টাকা না দেওয়ায় দা দিয়ে কুপিয়ে মাকে হত্যা করে।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।