নিজস্ব প্রতিবেদনঃ
গত ০৩-০৬-২০২৪ খ্রিঃ তারিখে “দৈনিক ঘোষণা” এবং ০৩-০৬-২০২৪ খ্রিঃ তারিখে “দৈনিক মুক্ত খবর” পত্রিকায় প্রকাশিত “ভূমি সংস্কার বোর্ডের দূর্ণীতি বৈধ লীজি সদস্যদের দুর্গতি” শিরোনামে প্রকাশিত সংবাদ ভূমি সংষ্কার বোর্ড ও কোর্ট অব ওয়ার্ডস ঢাকা নওয়াব এস্টেট কর্তৃপক্ষের দৃষ্টি গোচর হয়েছে। উক্ত সংবাদে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন আউকপাড়া মৌজার ২০.০০ একর জমি ২০০৫ সালে ন্যাশনাল প্লাজা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সহ-সভাপতি জনাব আইয়ুব আলী সিকদারের আবেদনের প্রেক্ষিতে বোর্ড সভার অনুমোদনে ২০.০০ একর জমি লীজ দেয়া হয়। পরবর্তীতে সমিতির পক্ষে আ.ন.ম নজিবুল্লাহ নাসের গং কর্তৃক তৃতীয় পক্ষের নিকট ১কোটি ৫ লক্ষ টাকায় লীজকৃত জমি বিক্রি চুক্তিপত্র, ৯৯ বছরের ভূয়া চুক্তি সম্পাদন করে মহামান্য হাইকোর্ট বিভাগে রীট মামলা দায়ের করলে এবং দীর্ঘ দিন যাবৎ লীজমানি বকেয়া থাকার কারণে তাদের লীজ বাতিল করা হয়। অতঃপর তাদের লীজ বাতিল আদেশ প্রত্যাহার করার আবেদন করলে সমিতির পক্ষে জনাব আইয়ুব আলী সিকদার অঙ্গীকারনামা দিয়ে শর্ত সাপেক্ষ্যে কর্তৃপক্ষ কর্তৃক বাতিল আদেশ প্রত্যাহার করা হয়। সর্বশেষ ন্যাশনাল প্লাজা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর কমিটি নিয়ে পরস্পর আবেদন করলে তাদের উভয় পক্ষের শুনানী গ্রহণ করা হয়। শুনানীকালে প্রতীয়মান হয় যে, সমিতির কমিটি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিজ্ঞ আদালতে মামলা বিচারাধীন বিধায় এ বিষয়ে মন্তব্য করা সমীচিন হবে না। তদুপরি এক পক্ষের কথিত সভাপতি আ.ন.ম নজিবুল্লাহ নাসের ও সম্পাদক মুস্তাফিজ উল্লাহ শামসু কোর্ট অব ওয়ার্ডস ঢাকা নওয়াব এস্টেট এর ম্যানেজার তথা সরকারের একজন উপসচিব সহ অন্যান্য কর্মকর্তাদের নামে বিভিন্ন কর্তৃপক্ষ বরাবর তাদের অসত্য, বানোয়াট, সঠিক তথ্য বিহীন বক্তব্য দিয়ে উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিকর আবেদন দিয়ে যাচ্ছে, যা অনভিপ্রেত। উল্লেখ্য, আ.ন.ম নজিবুল্লাহ নাসের সম্পর্কে পত্রিকায় বলা হয়েছে যে, তাদের অফিসে ঢুকতে দেয়া হয় না এবং হুমকি দেয়া হয়েছে। বিষয়টি সম্পূর্ণ অসত্য ও বানোয়াট। তারা প্রতিনিয়ত অফিসে আসে এবং গতকালও অফিসে প্রবেশ করেছে।
কোর্ট অব ওয়ার্ডস ঢাকা নওয়াব এস্টেট কর্তৃপক্ষের নিকট হতে সঠিক তথ্য না নিয়ে সরকারী স্বার্থ বেহাতের অপচেষ্টায় লিপ্ত কতিপয় ব্যক্তি হীনস্বার্থ চরিতার্থ করার নিমিত্তে নিয়োজিত ব্যক্তিদের অসত্য বক্তব্যের সত্যতা যাচাই করে পত্রিকায় সংবাদ প্রকাশ করা উচিত ছিল। এ ধরনের সংবাদে প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের সুনাম ও মর্যাদা ক্ষুন্ন হয়। ভবিষ্যতে কোন বিষয় সম্পর্কে সংবাদ প্রকাশ করতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে দাপ্তারিকভাবে যোগাযোগ করে সঠিক তথ্য জেনে সংবাদ প্রকাশের অনুরোধ করা হলো। অসত্য, বানোয়াট তথ্যভিত্তিক নয় এমন সংবাদ প্রকাশের জন্য কোর্ট অব ওয়ার্ডস ঢাকা নওয়াব এস্টেট কর্তৃপক্ষ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।