• ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইয়ে আড়াই কেজি হেরোইনসহ দুই ভাই গ্রেপ্তার

Mofossal Barta
প্রকাশিত জুন ৩, ২০২৪, ১৭:৩১ অপরাহ্ণ
চাঁপাইয়ে আড়াই কেজি হেরোইনসহ দুই ভাই গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....

সৈয়দ সেলিম রেজা
রাজশাহীঃ

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের শুকনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ৫’শ ৫০ গ্রাম হেরোইন, ২শ ৮৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৫ লাখ ৪৫ হাজার টাকাসহ দুইভাইকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ এর একটি দল।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের শুকনাপাড়া কাইয়ুম হাজির টোলা গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে শফিকুল ইসলাম (২৯) ও অপর ছেলে জুয়েল রানা (২৬)।

রোববার ভোর সাড়ে ৫ টার সময় র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মেজর মারুফুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল সোমবার ভোর সাড়ে ৫টার সময় জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের শুকনাপাড়া কাইয়ুম হাজির টোলা এলাকায় আসামিদের বাড়ি তল্লাশীকালে উক্ত হেরোইন ও টাকা উদ্ধার করে।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের পর রোববার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।