• ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

Mofossal Barta
প্রকাশিত জুন ৩, ২০২৪, ১৮:৪৮ অপরাহ্ণ
বরিশালে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার
সংবাদটি শেয়ার করুন....

বরিশালঃ
বরিশালের বানারীপাড়ার খাল থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে। রোববার বিকেলে মরদেহ উদ্ধার করা হয় বলে জানান বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম।তিনি বলেন, উপজেলার ইলুহার গ্রামের খালে কচুরিপানার মধ্যে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ গলিত হওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি।

সোমবার মরদেহ ময়না তদন্তের জন্য বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ওসি মাইনুল আরো বলেন, ময়না তদন্ত প্রতিবেদন মৃত্যুর কারণ বলতে পারবো।মরদেহ গলিত হওয়ায় কোন কিছু বোঝা যাচ্ছে না। এমনকি বয়সও ধারণা করা যাচ্ছে না।

ইলুহার ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ফারুক হোসেন বলেন, স্থানীয় এক লোক গ্রামের বিহারী লাল মাধ্যমিক বিদ্যালয়ের সামনের খালে দুপুরে মরদেহটি দেখতে পায়। তিনি পুলিশকে অবহিত করেন। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি কোথা এসেছে কেউ বলতে পারে না।