• ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ট্রলারে উঠতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

Mofossal Barta
প্রকাশিত জুন ৩, ২০২৪, ১৮:৫৪ অপরাহ্ণ
ট্রলারে উঠতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
সংবাদটি শেয়ার করুন....

বরিশালঃ
বরিশালের বাকেরগঞ্জে ট্রলারে উঠতে গিয়ে নিঁখোজ বৃদ্ধ আব্দুল করিম খান (৬৫) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার (০২ জুন) দুপুরে তার মরদেহ পান্ডব নদী থেকেই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কবাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক তালুকদার। তিনি বলেন, মরদেহ উদ্ধারের পরপরই বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছেন।

 

এরআগে শনিবার (০১ জুন) সকাল ৭টার দিকে বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের মাছুয়াখালী খেয়াঘাট থেকে ট্রলারে উঠতে গিয়ে নিঁখোজ বৃদ্ধ আব্দুল করিম খান।নিখোঁজ বৃদ্ধ আব্দুল করিম খান কবাই ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের মরহুম রত্তন আলী খানের ছেলে। স্থানীয়রা জানান, উপজেলার কলসকাঠী হাটে বাজার করার জন্য আব্দুল করিম খান নিজ বাড়ি থেকে রওয়ানা দিয়ে মাছুয়াখালী খেয়াঘাটে আসেন।

সকাল ৭ টার দিকে মাছুয়াখালী খেয়াঘাট থেকে রিজার্ভ ট্রলারে উঠতে গিয়ে পান্ডব নদীতে পড়ে যান তিনি। স্থানীয়রা তাৎক্ষণিক খোঁজাখুজি শুরু করলেও তার কোন সন্ধান পাননি, পরে ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। তারাও শনিবার থেকে রোববার সকাল নিঁখোজের কোন সন্ধান দিতে পারেনি। পরে দুপুরে বিভিন্ন মাধ্যমে চেষ্টা করে নলুয়া ঘাটের ফেরির নীচ থেকে আব্দুল করিম খানের মরদেহ উদ্ধার করা হয়।