• ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-আরিচা মহাসড়কে কাভার্ড ভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত দুই

Mofossal Barta
প্রকাশিত জুন ৩, ২০২৪, ১৯:২৭ অপরাহ্ণ
ঢাকা-আরিচা মহাসড়কে কাভার্ড ভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত দুই
সংবাদটি শেয়ার করুন....

 

আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধিঃ

মানিকগঞ্জের শিবালয়ের ঢাকা-আরিচা মহাসড়কে কাভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সিএনজি চালক ও একযাত্রী নিহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে নয়টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- শিবালয় উপজেলার শিবালয় ইউনিয়নের শিবালয় গ্রামের আব্দুল লতিফের ছেলে অটোরিক্সার চালক মো. আমিনুর ও একই ইউনিয়নের ছোট আনুলিয়া গ্রামের মাইনুদ্দিনের ছেলে মো. রুবেল মিয়া।

বরঙ্গাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন আজ সকাল সাড়ে নয়টার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকার কাছাকাছি জায়গায় পাটুরিয়াগামী কাভার্ডভ্যানের সাথে অপরপ্রান্ত থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সার সাথে সংঘর্ষ হয়। এতে অটোরিক্সার চালক ও একজনযাত্রী ঘটনাস্থলেই নিহত হন। ঘাতক কাভার্ড ভ্যানটি পালিয়ে গেলে তাকে দৌলতদিয়া ঘাট থেকে আটক করে থানায় আনা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।