• ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্তের নির্দেশ

Mofossal Barta
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৪, ১৬:০৪ অপরাহ্ণ
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্তের নির্দেশ

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্তের নির্দেশ

সংবাদটি শেয়ার করুন....

ডেক্স প্রতিবেদন: ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

একইসাথে প্রিলিমিনারি পরীক্ষা বাতিলে পিএসসির নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেয়া হয়।

গত ২৩ অক্টোবর প্রশ্নফাঁসের অভিযোগে প্রিলিমিনারি পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেয়ার নির্দেশনা চেয়ে রিটটি করা হয়। ওই পরীক্ষায় অংশ নেয়া ২৪ জন পরীক্ষার্থী রিটটি করেছিলেন। গত ২৬ এপ্রিল ওই প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৯ মে পরীক্ষার ফল প্রকাশিত হয়।