• ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গণবিপ্লবী সরকারকে’ উৎখাত চেষ্টা, এবার আখাউড়াতে মামলা

Mofossal Barta
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৪, ১০:২০ পূর্বাহ্ণ
গণবিপ্লবী সরকারকে’ উৎখাত  চেষ্টা, এবার আখাউড়াতে মামলা

গণবিপ্লবী সরকারকে' উৎখাত চেষ্টা, এবার আখাউড়াতে মামলা

সংবাদটি শেয়ার করুন....

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া: বর্তমান সরকারকে গণবিপ্লবী আখ্যা দিয়ে উৎখাত চেষ্টার অভিযোগে এবার মামলা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায়। সোমাবার সকাল পৌণে নয়টার দিকে আখাউড়া থানার এস.আই আব্দুল আলীম এ মামলাটি দায়ের করেন।

মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামী করা হয়েছে। আসামীরা সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী। এর মধ্যে থেকে রনি ভূঁইয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে। এছাড়া ইটের টুকরা, বাঁশ, রড উদ্ধার করা হয়।

একই অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় মামলা দায়েরের একদিনের ব্যবধানে আখাউড়া থানায় আরেকটি মামলা হলো। দুটি মামলারই বাদী পুলিশ।

আখাউড়ার মামলায় উল্লেখ করা হয়, বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে নাশকতামূলক কাজের জন্য রবিবার রাতে উপজেলার গাজীর বাজারের বাসস্ট্যাণ্ডের কাছে ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়ো হচ্ছেন। এ খবরে সেখানে অভিযান চালিয়ে রনি ভূইয়াকে গ্রেপ্তার করা হয়। এছাড়া এ সময় রাফসান জনি, মোকাদ্দেস মিয়া, ঈশান ভূইয়া, নিয়ামুল সিকদার, আরাফাত রহমান, আমজাদ হোসেন মাসুক, শামীম ভূইয়া, সামির, মমিন, জাহিদুল ইসলাম শাওন, ইয়ার হোসেন, তুষার ভূইয়া, রফিকুল ইসলাম শান্ত, রাব্বি আহম্মেদসহ আরো অনেকে পালিয়ে যায়।