• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি: জেএসডি

Mofossal Barta
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৪, ১৮:১০ অপরাহ্ণ
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি: জেএসডি

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি: জেএসডি

সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স: পরাজিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরেরা অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, এ পরিস্থিতিতে ফ্যাসিবাদবিরোধী সব দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির মধ্যে জাতীয় ঐক্য গড়ে তোলা অত্যন্ত জরুরি।

জাতীয় ঐক্যের লক্ষ্যে আজ শনিবার সকালে রাজধানীর পুরানা পল্টন মোড়ে জেএসডি আয়োজিত এক সংহতি সমাবেশ ও পতাকা মিছিল কর্মসূচির আগে সংক্ষিপ্ত বক্তব্যে শহীদ উদ্দিন মাহমুদ এসব কথা বলেন।

জেএসডির সাধারণ সম্পাদক বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসকের বিদায় হয়েছে। কিন্তু দীর্ঘস্থায়ী ঐক্যবদ্ধ লড়াই ও রাষ্ট্রীয় রাজনীতির আমূল পরিবর্তন করে ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থাকে চিরকালের জন্য উচ্ছেদ করতে হবে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র নির্মাণ এখন অপরিহার্য হয়ে উঠেছে। এ জন্য ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি।

সমাবেশে জেএসডির জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রবও বক্তব্য দেন। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক বিজয়কে ম্লান করে দেওয়ার জন্য মিথ্যা ও অপতথ্য ছড়ানো হচ্ছে। বাংলাদেশের সব ধর্মের মানুষের সম্প্রীতিকে বিনষ্ট করার যেকোনো চক্রান্ত প্রতিহত করতে দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মিথ্যা ও অপতথ্যের বিরুদ্ধে সত্যকে উপস্থাপন করতে হবে।

জেএসডির ঢাকা মহানগর সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য দেন সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ, কে এম জাবির, সৈয়দ ফাতেমা হেনা, মাইনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন, মোশারফ হোসেন, স্থায়ী কমিটির সাবেক সদস্য নুরুল আকতার, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল তারেক, কামাল উদ্দিন মজুমদার, মোহাম্মদ মোস্তফা কামাল, আবদুল মান্নান মুন্সী, আবুল কালাম, সুমন খান, মোসলেহ উদ্দিন প্রমুখ।