আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলার বরটিয়া ইউনিয়ন বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। এতে অফিসের শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি এবং ব্যানারসহ আসবাবপত্র পুড়ে গেছে।
স্থানীয় বিএনপি নেতাদের দাবি, প্রতিদিনের ন্যায় সোমবারও নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে উপস্থিত হন। আনুমানিক রাত ৯টার দিকে বিএনপি নেতাকর্মীরা সেখান থেকে চলে যান। মঙ্গলবার ভোরের কোন এক সময় দুর্বৃত্তরা কার্যালয় ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেয়।
বরটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম বলেন, সকালে বরটিয়া বাজার করতে আসা পথচারীরা অগ্নিসংযোগ ও ভাঙচুর দেখে আমাকে ফোন করে। আমি আমার নেতা কর্মীদের সঙ্গে করে পার্টি অফিসে গিয়ে অগ্নিকান্ডের ঘটনা দেখে পুলিশে খবর দেই।
বড়টিয়া বাজারের নৈশ প্রহরী হাশেম মোল্লা ও মোঃ ঘুটু মিয়া বলেন, আমরা ভোর চারটা বিশ মিনিটে বাজার থেকে বাড়িতে চলে যাই। আমরা অফিসের চেয়ার নিয়ে বাহিরে বসে ছিলাম। ৪ টা ২০ মিনিটে অফিসের চেয়ারগুলো অফিসে রেখে আমরা চলে গিয়েছি তারপর কি হয়েছে আমরা জানিনা।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, বিএনপি অফিসে আগুনের বিষয়টি অবগত হয়েছি। তবে কেউ এ বিষয়ে কোনো অভিযোগ দেয়নি। তদন্ত করে আইনত ব্যবস্থা নেয়া হবে।