আল মামুন ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকার ৯ নং ওযার্ডের বিনোদপুর মহল্লার মোল্লা স্টোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। (শুক্রবার) ৭ জুন দুপুর পনে ২ টার দিকে এ ঘটনা ঘটে। মোল্লা স্টোরের মালিক মো, সাব্বির হোসেন জানান, জুম্মার নামাজের জন্য দোকান বন্ধ করে পাশের মসজিদে নামাজ পড়ার জন্য চলে যায়। নামাজ শেষের দিকে একজন এসে বলে যে আমার মুদি দোকানে আগুন লেগেছে। দৌড়ে গিয়ে দেখি দোকানের ভিতর থেকে আগুনের ধোয়া বের হচ্ছে। আত্মচিৎকারে আশপাশের লোকজন এবং স্থানীয় ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনলে ততক্ষণের দোকানে থাকা প্রায় ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।