• ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঘিওরে সাদ পন্থীদের নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

Mofossal Barta
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২৪, ১৪:১০ অপরাহ্ণ
ঘিওরে সাদ পন্থীদের নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

ঘিওরে সাদ পন্থীদের নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

সংবাদটি শেয়ার করুন....

আল মামুন ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে টঙ্গীর ইজতেমার মাঠে ঘুমন্ত মুসল্লিদের ওপর হামলা, হত্যা ও শীর্ষস্থানীয় আলেমদের বিরুদ্ধে হয়রানি মূলক মামলা, ইজতেমার মাঠ দখলের পায়তারা ও সাদ পন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১১ টায় ঘিওর উপজেলা উলামা পরিষদ ও তৌহিদী জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘিওর কুস্তা বন্দর জামে মসজিদ ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার ফটকে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা সাদ পন্থীদের আওয়ামী দোসর উল্লেখ করে বলেন তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে। অচিরেই সাদ পন্থীদের সকল কার্যক্রম এই দেশে নিষিদ্ধ করতে হবে, অন্যথায় দেশের আলেম সমাজ কঠোর আন্দোলন করতে বাধ্য হবে। এছাড়া ঘিওর উপজেলার বিভিন্ন জামে মসজিদে সাদ পন্থীদের কার্যক্রম বন্ধের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন মুফতি নিজাম উদ্দিন, হাফেজ মওলানা মুফতি আব্দুল্লাহ, হাফেজ আমির হামজা প্রমুখ।