• ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ভারত–পাকিস্তান মহারণে কারা এগিয়ে?

Mofossal Barta
প্রকাশিত জুন ৯, ২০২৪, ১৩:১৩ অপরাহ্ণ
ভারত–পাকিস্তান মহারণে কারা এগিয়ে?
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্কঃ
নিউ ইয়র্কে ভারত বনাম পাকিস্তান ম্যাচ, টি-টোয়েন্টি বিশ্বকাপের এই ম্যাচটি রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে।

ক্রীড়া দুনিয়ার সবচেয়ে বড় লড়াইগুলোর একটি এই প্রথম আয়োজিত হতে যাচ্ছে আমেরিকার মাটিতে, তাও আবার নিউ ইয়র্কে, যে শহর ঘুমায় না বলে কথিত আছে।

এই নিউ ইয়র্কে হুট করে বানিয়ে ফেলা এক স্টেডিয়ামের গ্যালারি রবিবার উপমহাদেশের সময় সন্ধ্যা রাতে ভরে উঠবে ভারত ও পাকিস্তানের সমর্থকে, তাদের অনেকে উপমহাদেশ থেকেই খেলা দেখতে চলে গিয়েছেন।

আবার অনেকে সেখানেই থাকেন, ঘর থেকে দূরে, তাদের ঘর এখন আমেরিকাই।

তবে ক্রিকেটের দুই পরাশক্তি যে উত্তর আমেরিকায় এই প্রথম ক্রিকেট খেলছে তা নয়, নব্বইয়ের দশকে টরন্টোতে এই দুই দল ওয়ানডে সিরিজ খেলেছিল।

১৯৯৬, ১৯৯৭, ১৯৯৮- তিন বছর এই ওয়ানডে সিরিজ আয়োজিত হয়েছিল কানাডার এই অভিজাত শহরে।

আমেরিকার মানুষের মধ্যে এটা কতটা আলোড়ন ফেলছে সেই প্রশ্ন যদিও থেকেই যায়, তবুও বোঝার সুবিধার্থে একটা তুলনা করা যেতে পারে।

আমেরিকার ন্যাশনাল ফুটবল (নামে ফুটবল, আদতে রাগবির মতো আমেরিকান একটা স্পোর্ট) লিগ- এনএফএলের সুপার বোলের সবচেয়ে উত্তেজনাকর ম্যাচের দর্শক ছিল ১২৫ মিলিয়ন, সাড়ে বারো কোটি মানুষ পৃথিবীব্যাপি দেখেছিল এই খেলা।

আর ভারত বনাম পাকিস্তান ম্যাচের প্রত্যাশিত দর্শক সংখ্যা ৪০০ মিলিয়ন, ৪০ কোটির মতো মানুষ। টেলিভিশন, মোবাইল ফোন, ট্যাব, কম্পিউটার কিংবা মাঠেই বা বড় কোনও স্ক্রিনে বুদ হয়ে থাকবে এই ম্যাচ দেখতে।