• ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

রেকর্ড গড়েই বিশ্বকাপ বাছাইয়ে শুভ সূচনা বাংলাদেশের

Mofossal Barta
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৫, ১৬:৩৩ অপরাহ্ণ
রেকর্ড গড়েই বিশ্বকাপ বাছাইয়ে শুভ সূচনা বাংলাদেশের

টার্গেট তাড়া করতে নেমে ২৮.৫ ওভারেই দলীয় ৯৩ রানে অলআউট থাইল্যান্ডের নারী ক্রিকেটাররা। পাঁচ উইকেট শিকার করেছেন ফাহিমা।

সংবাদটি শেয়ার করুন....

স্পোর্টস ডেস্ক: নারীদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে রেকর্ড গড়ে জয়ে শুরু বাংলাদেশের। বৃস্পতিবার থাইল্যান্ডের বিপক্ষে ২৭১ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ।

টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে ২৮.৩৫ ওভারে ৯৩ রানে অলআউট হয় থাইল্যান্ড নারী ক্রিকেট দল। ১৭৮ রানের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

এর আগে আইরিশ মেয়েদের বিপক্ষে ১৫৪ রান ব্যবধানে জয়ের রেকর্ড ছিল বাংলাদেশের।

টস হেরে শুরুতে ব্যাট করতে এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে ৩ উইকেটে ২৭১ রানের বড় পুঁজি গড়েছিল বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির সেঞ্চুরির দিনে ১২৬ বলে ৯৪ রানে অপরাজিত ছিলেন শারমিন আক্তার।

টার্গেট তাড়া করতে নেমে ২৮.৫ ওভারেই দলীয় ৯৩ রানে অলআউট থাইল্যান্ডের নারী ক্রিকেটাররা। পাঁচ উইকেট শিকার করেছেন ফাহিমা।