• ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতীয় নারী হিসেবে ভয়, হঠাৎ কেন শঙ্কিত ভূমি?

Mofossal Barta
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ১৩:৫০ অপরাহ্ণ
ভারতীয় নারী হিসেবে ভয়, হঠাৎ কেন শঙ্কিত ভূমি?

ভারতীয় নারী হিসেবে ভয়, হঠাৎ কেন শঙ্কিত ভূমি?

সংবাদটি শেয়ার করুন....

বিনোদন ডেস্ক: ভারতে বসবাসকারী নারী হিসেবে নিরাপত্তাহীনতায় ভোগেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর। নারীদের ওপর ঘটে চলা অত্যাচার নিয়েও কথা বলেন তিনি। হেমা কমিটির রিপোর্ট নিয়েও কথা বলেন অভিনেত্রী। তবে শুধু বিনোদন জগৎ নয়। বিনোদন জগতের বাইরেও নারীদের নিরাপত্তা নিয়ে চিন্তায় তিনি। । সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই জানালেন

ভূমি পেডনেকর।

অভিনেত্রী বলেন, ভারতের এক নারী হিসেবে আমার সত্যিই ভয় করে। শুধু বিনোদন জগতের কথাই বলছি না। আমার তুতো বোন আমার সঙ্গেই মুম্বাইয়ে থাকে। ভয় করে যখন ওর বাড়ি ফিরতে ফিরতে রাত ১১টা বেজে যায়। খুবই চিন্তা হয়।

গত আগস্ট মাসে প্রকাশিত হয়েছিল হেমা কমিটির রিপোর্ট। মালায়লাম চলচ্চিত্র জগতে নারীদের ওপর হওয়া যৌন হেনস্তার ঘটনা প্রকাশ্যে আসে এই রিপোর্টের মাধ্যমে। সে প্রসঙ্গে ভূমি বলেন, ভারতের একটি অঞ্চলের চলচ্চিত্র জগতেই কেবল আইনসম্মতভাবে এ নিয়মগুলো মেনে চলা হয়েছে। রিপোর্টের মাধ্যমে সাংঘাতিক ও নির্মম কিছু ঘটনা প্রকাশ্যে উঠে এসেছে।

প্রায়ই সংবাদমাধ্যমের শীর্ষে নারীদের ওপরে অত্যাচারের ঘটনা দেখতে দেখতেও ক্লান্ত বলে জানান ভূমি। সদ্য মুক্তি পেয়েছে অভিনেত্রীর ছবি ‘মেরে হাজব্যান্ড কি বিবি’। এ ছবিতে রয়েছেন অভিনেতা অর্জুন কাপুর ও অভিনেত্রী রাকুলপ্রিতও। ছবি যদিও বক্স অফিসে এখনো সেভাবে সাড়া ফেলতে পারেনি বলে জানা যাচ্ছে।

আগামী দিনেও ভূমির হাতে রয়েছে বেশ কিছু কাজ। এই প্রথম ওয়েব সিরিজে অভিনয় করবেন তিনি। ওয়েব সিরিজের নাম ‘দলদল’। এ ছবিতে পুলিশের চরিত্রে দেখা যাবে তাকে।