• ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সোনাক্ষী, শ্রদ্ধা কাপুর থেকেও কেন পিছিয়ে এই অভিনেত্রী

Mofossal Barta
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৫, ১৯:০২ অপরাহ্ণ
সোনাক্ষী, শ্রদ্ধা কাপুর থেকেও কেন পিছিয়ে এই অভিনেত্রী

নুসরাতের আশা, তারকা সন্তান না হয়ে অভিনয়ের জোরেই আগামী দিনে আরও ভালো করবেন তিনি।

সংবাদটি শেয়ার করুন....

বিনোদন ডেস্ক: বলিউডের বড় বড় খ্যাতনামীদের দরজা তাদের জন্য খোলা। ওরা ফোন করলে তারা সাড়াও দেন। সেসব অভিনেত্রীরা চাইলে যেকোনো জায়গায় পৌঁছেও যেতে পারেন। শুধু পারেন না নুসরাত ভারুচা, এমনটাই জানালেন অভিনেত্রী।

 সমসাময়িক হয়েও তাই তিনি সোনাক্ষী সিনহা, শ্রদ্ধা কাপুরের থেকেও পিছিয়ে। হঠাৎই এমন অভিযোগ নুসরাত ভারুচার।অভিযোগের মাধ্যমে আবারও বলিউডের স্বজনপোষণের দিকে আঙুল তুলেছেন তিনি। অভিনেত্রীর দাবি, তিনি পরিশ্রম করেও সেই জায়গায় পৌঁছাতে পারেননি।
May be an image of 1 person

‘প্যায়ার কা পাঞ্চনামা’ ছবি দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন নুসরাত। তার দাবি, ছবি মুক্তির পরে বিভিন্ন প্রযোজক-পরিচালকদের দরজায় দরজায় ঘুরেছেন। কেউ সাড়া দেননি।

ক্ষোভ প্রকাশ করে নুসরাত বলেন, ‘অথচ একই জায়গায় দিব্যি পৌঁছে যাচ্ছে সোনাক্ষী বা শ্রদ্ধা।

ওদের ডাকে প্রত্যেক পরিচালক, প্রযোজক সাড়া দেন। না ডাকতেই ওদের কাজও দেন! কারণ, ওরা তারকা সন্তান। আমি সেটা নই।’No photo description available.

অভিনেত্রীর মতে, তার মধ্যেও ব্যতিক্রম আছেন। যেমন, পরিচালক কবীর খান।

তিনি অভিনেত্রীকে সময় দিয়েছেন। তার কথা শুনেছেন। সহযোগিতা করারও চেষ্টা করেছেন। খুব কম সুযোগ পাওয়ার পরেও তিনি তারকা সন্তানদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার চেষ্টা করেননি। মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করেছেন। লাভ রঞ্জন, হানসাল মেহতা, বিশাল ফুরিয়ার মতো পরিচালকদের ছবিতে নিজের প্রতিভার জোরে কাজ করেছেন।নুসরাতের আশা, তারকা সন্তান না হয়ে অভিনয়ের জোরেই আগামী দিনে আরও ভালো করবেন তিনি।