• ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ বেতার এ গীতিকার হিসেবে তালিকাভুক্ত হলেন খুলনার কৃতি সন্তান শিক্ষক ও কবি আলমগীর হোসেন

Mofossal Barta
প্রকাশিত জুলাই ৩০, ২০২৪, ১৬:৪৬ অপরাহ্ণ
বাংলাদেশ বেতার এ গীতিকার হিসেবে তালিকাভুক্ত হলেন খুলনার কৃতি সন্তান শিক্ষক ও কবি আলমগীর হোসেন
সংবাদটি শেয়ার করুন....

 

 

ব্যুরো প্রধান খুলনা
মোঃ বাবুল সানা

দৈনিক সংগ্রামী বাংলা পত্রিকার বিশেষ প্রতিনিধি শিক্ষক ও কবি আলমগীর হোসেন এ বছর বাংলাদেশ বেতার এর গীতিকার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। গত ২৭ মার্চ ২০২৪ তারিখে বরিশাল বেতার কেন্দ্র থেকে অভিনন্দন পত্র গ্রহন করেন ও চুক্তিপত্রে স্বাক্ষর করেন এবং রাষ্ট্রীয় এ সম্মান তিনি আজীবন ভোগ করেবেন।

এখন থেকে তিনি বরিশাল বেতারসহ বাংলাদেশের যে কোনো বেতার কেন্দ্রে গানের কথা পাঠাতে পারবেন এবং সারা দেশের বেতার তালিকাভুক্ত শিল্পীরা তার গান গাইতে পারবেন। তিনি আধুনিক, পল্লীগীতি, ফোক গান, দেশের গান, ইসলামী সঙ্গীত, প্রবাসীদের নিয়ে গান, মায়ের গান ও বঙ্গবন্ধুর উপর সহ বিভিন্ন বিষয়ের উপর গান লিখে থাকেন।
গীতিকার আলমগীর হোসেন এর বাড়ি খুলনা জেলার পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়ন এর ফকিরাবাদ গ্রামে।
তিনি ৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তি লাভ সহ প্রথম।বিভাগে এস এস,এস, সি ও এইচ, এস, সি পাশ করে প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত বরিশাল সরকারি বি এম, কলেজ থেকে ইংলিশে অনার্স – মাস্টার্স সমপ্ন্ন করেন। বর্তমানে ঝালকাঠি নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

গীতিকার আলমগীর হোসেন শিক্ষকতার পাশাপাশি গান, কবিতা ও স্থানীয় ও জাতীয় পত্র পত্রিকায় কলাম লেখেন। যুগান্তর, সমকাল, ইনকিলাব, বাংলাদেশ সময় সহ বিভিন্ন জাতীয় পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। সৃজনশীল এ গীতিকার দীর্ঘদিন সাংবাদিকতা ও করেছেন। প্রথমে “দৈনিক শাহনামা “”পত্রিকায় স্টাফ রিপোর্টার ও পরে “দৈনিক দক্ষিণাঞ্চল ” পত্রিকার ঝালকাঠি জেলা প্রতিনিধি হিসেবে ও কাজ করেন। বর্তমানে তিনি “দৈনিক সংগ্রামী বাংলা ” পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে যুক্ত আছেন।

কবিতায় উপর তার ৮টি যৌথ কাব্য গ্রন্থ রয়েছে। “অনুভূতির ছোঁয়া ” নামক একক কাব্যগ্রন্থ ও প্রকাশের অপেক্ষায় আছে। এছাড়া তার লেখা ছন্দে – আনন্দে ” An Exceptional Teaching Learning System ” নামে একটি ইংলিশ গ্রামার বই ও প্রকাশের অপেক্ষায় রয়েছে।

সৃজনশীল অদম্য মেধাবী এ শিক্ষক দীর্ঘ দিনের লেখা লেখির এ পর্যায় এসে গীতিকার হিসেবে বাংলাদেশ বেতারে এ তালিকাভুক্ত হতে পেরে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করেন। সামনে বিটিভিতে ও যেন তালিকা ভুক্ত হতে পারেন সেজন্য সবার দোয়া কামনা করেন। তার আর আরেকটি প্রাপ্তি হলো – ২০২২ সালে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয় এর সহযোগিতায় ঝালকাঠি জেলা প্রশাসন কর্তৃক আয়োজনে ‘ সাহিত্য মেলা -২০২২ ‘ এ কবি- গীতিকার হিসেবে সাহিত্য সম্মাননা লাভ।
এ ছাড়া কলম একাডেমি লন্ডন কর্তৃক” আলোকিত মানুষ ” শিরোনামে ও সম্মাননা স্মারক লাভ করেন। বহমুখী প্রতিভাধর এ গীতিকার বলেন -” এই ক্ষুদ্র জীবনে ছোট ছোট এসব প্রাপ্তি গুলো সামনে চলার পথকে আর ও সুগম করে, উৎসাহিত করে এবং অদম্য গতিতে এগিয়ে যাবার প্রেরণা যোগায়।