• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধা নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের পরিচিতি সভা

Mofossal Barta
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৪, ১৯:৩৮ অপরাহ্ণ
গাইবান্ধা নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের পরিচিতি সভা
সংবাদটি শেয়ার করুন....

আঃ রাজ্জাক সরকার,
গাইবান্ধা জেলা,
গাইবান্ধা নবাগত জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম হোসেন এর সাথে স্থানীয় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জেলা প্রশাসক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন- গাইবান্ধার উন্নয়ন এর জন্য আমরা সবাই একসাথে কাজ করব। যদি কোনো তথ্যের প্রয়োজন পড়ে তাহলে আপনারা তথ্য অধিকার আইনে তথ্য চেতে পারবেন। আমি আমাদের অফিসারদের নির্দেশ দিয়েছি আমাদের সবগুলো কার্যক্রম তথ্য ওয়েবসাইটে দিয়ে রাখব। আপনারা নিজে ওয়েবসাইট দেখবেন এবং জনগণকে ওয়েবসাইট দেখতে সাহায্য করবেন এবং সামনের পদচারণায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

গাইবান্ধা জেলা প্রশাসন এর আয়োজনে ১৭ই সেপ্টেম্বর বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপ-পরিচালক শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক দেওয়ান মওদুদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।