কিন্তু সমস্যাটা হলো, বাংলাদেশের সাফ চ্যাম্পিয়ন দলটা আগেই ভেঙে গেছে। কোচ গোলাম রব্বানী বাফুফের চাকরি ছেড়েছেন। দলে নেই সাফজয়ী ৯ জন। গোলকিপার ইতি রানী, সাথী বিশ্বাস, রক্ষণে আঁখি খাতুন, আনাই মুগনি, মাঝমাঠে সোহাগি কিসকু, ফরোয়ার্ডে মার্জিয়া আক্তার, সাজেদা খাতুন, সিরাত জাহান ও আনুচিংরা বিদায় নিয়েছেন।
সাফের দলে নতুন এসেছেন গোলকিপার মিলি আক্তার ও ইয়ারজান। রক্ষণে কোয়াতি কিসকু, আফিদা খন্দকার। মাঝমাঠে মুনকি আক্তার ও আইরিন আক্তার। আক্রমণে শাহেদা আক্তার ও জাপানে বেড়ে ওঠা মাতসুমিয়া সুমাইয়া, সাগরিকা।