• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিপিএলে খেলা নিয়ে এখনো অনিশ্চয়তা সাকিবের

Mofossal Barta
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ণ
বিপিএলে খেলা নিয়ে এখনো অনিশ্চয়তা সাকিবের

বিপিএলে খেলা নিয়ে এখনো অনিশ্চয়তা সাকিবের

সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স:বিপিএলে খেলা নিয়ে এখনো অনিশ্চয়তা সাকিবের। এমনকি জাতীয় দলে ফেরাটাও ঝুলে আছে। চ্যাম্পিয়নস ট্রফির আগে ওয়ানডে ফরম্যাটে নিজেদের সর্বশেষ সিরিজে ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে বাংলাদেশ। এই সিরিজ দিয়েই জাতীয় দলে ফেরার গুঞ্জন ছিল সাকিবের। কিন্তু তাও আর হলো না।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলা নিয়েও অনিশ্চয়তা কাটছে না এই অলরাউন্ডারের। দেশে ফেরা নিয়েও এখনো ঠিক কিছু জানা যায়নি।

শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী।

সাকিব প্রসঙ্গে তিনি বলেন, ‘সাকিবের ফেরা নিয়ে উত্তর দিতে দিতে আমিও ক্লান্ত হয়ে যাচ্ছি। আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। এজন্য আমরা আশা করছি, তিনি আমাদের দলে যোগ দিবেন।’

সাকিবের ফেরা নিয়ে তিনি বলেন, ‘সাকিব এখনো কিছু জানায়নি। এজন্য আমরাও নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তার আসাটা পরিস্থিতির ওপর নির্ভর করবে। আপাতত তিনি দেশের হয়ে খেলতে পারছেন না।

সামির বলেন, ‘ আমরা সবার সাথে আলাপ করে সিদ্ধান্ত নিব। সাকিবের বিকল্প নিয়ে ভাবতে হচ্ছে। বাঁহাতি স্পিনার কম হয়ে যাবে এজন্য বিকল্প হিসেবে আমরা স্থানীয় কোনো বাঁহাতি স্পিনারও নিতে পারি। এ নিয়ে আমাদের কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে। আশা করছি, সবকিছু ঠিক হয়ে যাবে।