বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া: ব্রাহ্মণবাড়িয়ায় ইনসানিয়াত বিপ্লবের শনিবারের সমাবেশকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সমাবেশকে ঘিরে সামাজিক যোাগযোগ মাধ্যমে পাল্টা লেখালেখি হওয়ায় পুলিশ তাদের প্রস্তুতি নিয়ে রেখেছে। সমাবেশের নিরাপত্তা দিতে পুলিশ কাজ করছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার দুপুরে সদর উপজেলার চিনাইর কলেজ সংলগ্ন বালুর মাঠে সমাবেশের ডাক দিয়েছে ইনসানিয়াত বিপ্লব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। এতে সংগঠনের চেয়ারম্যান আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামি শাহ্সহ অনেকে উপস্থিত থাকবেন। ওই সমাবেশের বিরোধিতা করে প্রতিহত করাসহ বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখি হচ্ছে। একই সঙ্গে শুক্রবার রাতেও সমাবেশ সফল করার লক্ষে মাইকিং হয়। এছাড়া অন্যান্য প্রস্তুতিও নেওয়া হয়েছে। এ অবস্থায় সমাবেশকে ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, জেলা প্রশাসনের অনুমতি নিয়ে সমাবেশের আয়োজন করা হয়েছে। এ নিয়ে ফেসবুকে বিভিন্ন লেখালেখি হচ্ছে। এ অবস্থায় সমাবেশ ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।