• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সিউলে ব্লিঙ্কেনের বৈঠক চলাকালে ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া

Mofossal Barta
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৫, ১৫:২১ অপরাহ্ণ
সিউলে ব্লিঙ্কেনের বৈঠক চলাকালে ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া

সিউলে ব্লিঙ্কেনের বৈঠক চলাকালে ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া

সংবাদটি শেয়ার করুন....

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় মাঝারি পাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া।  সোমবার (৬ জানুয়ারি) পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্রটি যখন ছোড়া হয় তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দেশটির রাজধানী সিউলে বৈঠক করছিলেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে ছোড়া হয় ক্ষেপণাস্ত্রটি।  এটি ১১০০ কিলোমিটার পূর্ব দিকে সাগরে গিয়ে পড়ে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দুপুরের দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোকের সঙ্গে দেখা করার পরপরই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।

সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বাহিনী একটি প্রজেক্টাইল শনাক্ত করেছে, যাকে মাঝারি পাল্লার বলে অনুমান করা হচ্ছে।

ক্ষেপণাস্ত্রটি প্রায় ১১০০ কিলোমিটার উড়ে গিয়ে কোরীয় উপদ্বীপ এবং জাপানের মধ্যবর্তী সাগরে পড়ে।  উত্তর কোরিয়া যাতে আর কোনও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে না পারে সেজন্য নজরদারি এবং সতর্কতা জোরদার করেছে সিউল।

এদিকে ব্লিঙ্কেন এবং দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো তাই-ইউল একটি যৌথ সংবাদ সম্মেলনে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা জানিয়েছেন। ওয়াশিংটনের শীর্ষ কূটনীতিক ব্লিঙ্কেন এটিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবের আরেকটি লঙ্ঘন বলে অভিহিত করেছেন।

৫ নভেম্বর পূর্ব উপকূলে কমপক্ষে সাতটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর এটিই উত্তর কোরিয়ার প্রথম মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা।