চুক্তির পর পরই ট্রাম্প দাবি করেছেন, গত নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয়ী হয়েছেন বলেই চুক্তিটি সম্ভব হয়েছে।
ট্রাম্পের কৃতিত্ব আছে কি না এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘এটা কি কোনো তামাশা?’
বুধবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বিদায়ী ভাষণ দেওয়ার কয়েক ঘণ্টা আগে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যেন এক সুরে কথা বলতে পারে তা নিশ্চিত করতে তিনি ট্রাম্পের প্রতিনিধি দলকে আলোচনায় অন্তর্ভুক্ত করেছিলেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে বলেছেন, ইতিবাচক খবরের কৃতিত্ব যে সব পক্ষই নিতে চাইবে তা আগেই জানা ছিল। তবে তাঁর দাবি, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনই আসলে এটা সম্ভব করেছেন।