• ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কার করা হবে: উপদেষ্টা নূরজাহান

Mofossal Barta
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৫, ১৬:১৩ অপরাহ্ণ
অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কার করা হবে: উপদেষ্টা নূরজাহান

অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কার করা হবে: উপদেষ্টা নূরজাহান

সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্ক: সংস্কার কমিশনের প্রতিবেদন দেখে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কার করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। শনিবার (১৮ জানুয়ারি) সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে এ কথা জানান তিনি।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে জনগন আরও সংস্কার চাইলে নির্বাচন বিলম্বিত হতে পারে বলে জানান তিনি। এছাড়া জনগন যদি মনে করে সংস্কার প্রয়োজন নেই তাহলে যেকোনো সময় অন্তর্বর্তী সরকার চলে যাবে বলেও উল্লেখ করেন।

এদিন সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন উপদেষ্টা। ঘুরে দেখেন চিকিৎসা ব্যবস্থা। রোগী ও স্বজনদের সাথে কথা বলেন। পরে তিনি চিকিৎসা ব্যবস্থাকে ভঙ্গুর উল্লেখ করে বিগত সময়ে নেয়া নানা প্রকল্পের সমালোচনা করেন। এসময় তিনি সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই সংস্কারের উদ্যোগ নেয়া হবে বলে জানান।