• ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী-সন্তানকে হত্যায় ঘাতকের যাবজ্জীবন কারাদন্ড

Mofossal Barta
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী-সন্তানকে হত্যায় ঘাতকের যাবজ্জীবন কারাদন্ড

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী-সন্তানকে হত্যায় ঘাতকের যাবজ্জীবন কারাদন্ড

সংবাদটি শেয়ার করুন....

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া: ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী-সন্তানকে হত্যার ঘটনায় বাচ্চু মিয়া নামে এক ঘাতককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

একইসঙ্গে বাচ্চু মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডের আদেশ দেওয়া হয়। জেলা দায়রা জজ মো. মঈন উদ্দীন বুধবার এ রায় দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৬ সালের ১৬ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মালিহাতা গ্রাম থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় বাচ্চু মিয়ার স্ত্রী সরুফা আক্তার (৩০) ও মেয়ে মারুফা আক্তার (১০) এর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সরুফার ভাই সরাইলে কুট্টাপাড়া গ্রামের মো. হেলাল মিয়া বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার আরেক আসামী বাচ্চু মিয়ার আরেক স্ত্রী তানজিনাকে বেকসুর খালাস দেওয়া হয়।