• ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক ৫ , ড্রেজার জব্দ।

Mofossal Barta
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২৫, ১৭:৫৫ অপরাহ্ণ
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক ৫ , ড্রেজার জব্দ।

যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক ৫ , ড্রেজার জব্দ

সংবাদটি শেয়ার করুন....

আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীর স্পর্শকাতর পয়েন্টে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ড্রেজারসহ ৫ জনকে আটক করেছেন ভ্রাম্যমান আদালত।

আজ শুক্রবার দুপুরে উপজেলার দুর্ঘম আলোকদিয়া চর সংলগ্ন ৭ ও ৮ নং বৈদ্যুতিক টাওয়ারের মধ্যবর্তী এলাকায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম ফয়েজ আহম্মেদ এ অভিযান পরিচালনা করেন।

শিবালয় থানা পুলিশ ও কোষ্টগার্ড সদস্যরা অভিযানে সহায়তা করেন। আটককৃতদের বিরুদ্ধে শিবালয় থানায় মামলা রুজু করা হয়েছে।

আটককৃতরা হলেন- ঢাকার নারায়নগঞ্জ বন্দরের জালাল উদ্দিনের ছেলে মোঃ রিয়াদ হোসেন, সোনার গাঁয়ের কিতাব আলীর ছেলে শাহ-আলী, ফজলুল হকের ছেলে বিপ্লব মিয়া, সিরাজগঞ্জের সাদাতপুর উপজেলার হোসেন ব্যাপারীর ছেলে রাহুল হোসেন ও শিবালয়ের ত্রিলোচানপট্রির জহির উদ্দিনের ছেলে রাকিব হোসেন।
শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম. ফয়েজ আহম্মেদ বলেন, উপজেলার পদ্মা-যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন ও ড্রেজার বাণিজ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।