• ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

১৮৩ ফিলিস্তিনিকে আজ মুক্তি দেবে ইসরাইল

Mofossal Barta
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৫, ১২:০০ অপরাহ্ণ
১৮৩ ফিলিস্তিনিকে আজ মুক্তি দেবে ইসরাইল

১৮৩ ফিলিস্তিনিকে আজ মুক্তি দেবে ইসরাইল

সংবাদটি শেয়ার করুন....

আন্তর্জাতিক ডেস্কফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির আওতায় শনিবার (১ ফেব্রুয়ারি) আরও ১৮৩ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরাইল। তারা সবাই ইসরাইলি কারাগারে বন্দি আছেন।

ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, আজ (শনিবার) যারা মুক্তি পেতে যাচ্ছেন, তাদের মধ্যে ১৮ জন যাবজ্জীবন কারাভোগ করছেন। এ ছাড়া ৫৪ জন দীর্ঘমেয়াদে কারাভোগ করছেন। বাকি ১১ জনকে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর আটক করা হয়েছে।

এর আগে ইসরাইলের পক্ষ থেকে বলা হয়েছিল তিন বন্দির বিনিময়ে ৯০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। পরে সংখ্যাটি বাড়ানো হয়।

ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির মুখপাত্র আমানি সারাহনেহ জানান, তথ্যটি হালনাগাদ করা হয়েছে। আজ শনিবার ১৮৩ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে দখলদার ইসরাইল।

আর এই ১৮৩ ফিলিস্তিনির বিনিময়ে ৩ ইসরাইলি জিম্মিকে ছেড়ে দেবে হামাস।  তারা বলেছে, আজ যে তিন জিম্মিকে ছেড়ে দেওয়া হবে, তাদের মধ্যে দুজন মার্কিন নাগরিক রয়েছেন।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবায়দা লিখেছেন, শনিবার ইয়ারদেন বিবাস, কেইথ সেইগেল এবং ওফার কালদেরন নামের তিন জিম্মিকে মুক্তি দেওয়া হবে।

এর আগে গত বৃহস্পতিবার থাইল্যান্ডের পাঁচজন ও তিন ইসরাইলিসহ মোট আটজনকে মুক্তি দেয় হামাস।  এর বিনিময়ে ইসরাইলি কারাগার থেকে মুক্তি পায় ১১০ ফিলিস্তিনি।

দীর্ঘ ১৫ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে গত ১৯ জানুয়ারি থেকে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। প্রথম ধাপের ছয় সপ্তাহের যুদ্ধবিরতিতে ৩৩ জন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে হামাস।  বিনিময়ে ৭৩৭ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরাইলি কর্তৃপক্ষ।