এম এ আজিজ ঝালকাঠি প্রতিনিধিঃ নলছিটির নাচনমহল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহ আলম এর বিরুদ্ধে যড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১লা ফেব্রুয়ারী শনিবার দুপুর ২টায় ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এ সংবাদ সম্মেলন করেন।
এসময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য মো. শাহ আলম বলেন। কতিপয় ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগের ইউপি সদস্যরা আমি দায়িত্ব নেবার পর থেকে বিভিন্ন রকমের অপপ্রচারের লিপ্ত রয়েছেন। তারই ধারাবাহিকতায় আজকে আমার ও প্রশাসনি কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেন যাহার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি দায়িত্ব নেবার পর থেকে ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম ইউপি সদস্যদের সদস্যদের সমন্বয়ে করেছি। বিগত পতিত সরকারের আমলের কাজ গুলো ৫ তারিখের পরে চেয়ারম্যান না থাকায় বন্ধ হয়েছিলো সেগুলো সম্পন্ন করেছি। আমি সার্বক্ষণিক ইউনিয়নবাসীকে নাগরিক সেবা দিয়ে যাচ্ছি সরকারের নিয়মনীতির মধ্যে থেকে। সকল প্রকার আয় ব্যয়ের হিসাব প্রতিটি মিটিংয়ে উপস্থাপন করা হয়। যে সকল ইউপি সদস্য আজকে আমার বিরুদ্ধে অপপ্রচার করেছেন