• ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আখাউড়ায় অপহরণকারির কাছ থেকে শিশু উদ্ধার

Mofossal Barta
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৫, ১৭:৪৯ অপরাহ্ণ
আখাউড়ায় অপহরণকারির  কাছ থেকে শিশু উদ্ধার

আখাউড়ায় অপহরণকারির কাছ থেকে শিশু উদ্ধার

সংবাদটি শেয়ার করুন....

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়াব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় থানা পুলিশের অভিযানে অপহরণকারির কাছ থেকে এক শিশুকে উদ্ধার হয়েছে। একইসঙ্গে অভিযুক্তকেও গ্রেপ্তার করা হয়েছে। অপহরণের শিকার ওই শিশুর ডাক্তারি পরীক্ষার জন্য শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।
আখাউড়া থানা পুলিশ সূত্র জানায়, উপজেলার নুরপুর এলাকার ১৪ বছরের এক শিশুকে কুড়িপাইকা গ্রামের এক সামিরুল ইসলাম আরিফ (২০) নামে এক যুবক অপহরণ করে নিয়ে যায় বলে বৃহস্পতিবার থানায় অভিযোগ দেয় পরিবার। রাতেই পুলিশ পৌর এলাকায় অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেপ্তার করে। শুক্রবার আরিফকে আদালতে পাঠানো হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে অপহরণের অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালায় পুলিশ। ওই শিশু ধর্ষণের শিকার হয়েছে কিনা পরীক্ষা করতে শনিবার তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।