মতিউর রহমান, বরগুনা জেলা প্রতিনিধি :- আজ ১৯/০২/২০২৫ রাত ০২: ০৫ ঘটিকায় বরগুনা সদর উপজেলার ২ নং গৌরিচন্না ইউনিয়নের দক্ষিণ খাজুরতলা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে
রাস্তার পূর্ব পাশে ডাকাতির প্রস্তুতি কালে বরগুনা থানা পুলিশের একটি টিম ও স্থানীয় জন সাধারনের সহযোগিতায় ৪ চার জন ডাকাত আটক করেন। আটক কৃতরা হলেন, মোঃ আমির (বরগুনা), মোঃ রাজিব (কাকচিরা পাথরঘাটা), দুলাল (পটুয়াখালী), সাগর মিয়া (জয়দেবপুর)। আটক কৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও একটি মিনি পিকাপ জব্দ করেন। আটককৃতদের পি সি পি আর যাছাই করে দেখা যায় বর্নিত আসামীদের বিরুদ্ধে বিভন্ন জেলায় ডাকাতি, খুন, চুরি, এবং একাধিক অস্ত্র মামলা রয়েছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি রুজু করার প্রক্রিয়া চলমান।