অনলাইন ডেস্ক: ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত ১০৩ জন কর্মকর্তাকে দেয়া বাংলাদেশ পুলিশ পদক-২০১৮ এর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা), রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম), রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) নির্দেশক্রমে প্রত্যাহার করা হলো
কয়েকদিন পরে যখন তার ‘এমবামমেন্ট সার্টিফিকেট’ ভারতীয় সংবাদমাধ্যমের হাতে আসে, তাতে একটা মোবাইল নম্বর লেখা ছিল।
নম্বরটি আশরাফ থামারাসারি নামে এক ব্যক্তির।
পরিবারের বদলে কর্তৃপক্ষের কাছ থেকে তিনি শ্রীদেবীর মরদেহ গ্রহণ করেছিলেন।
এরপর ভারতের কেরালার মানুষ, বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরের বাসিন্দা ওই ব্যক্তি শ্রীদেবীর মরদেহ দেশে পাঠিয়েছিলেন।
সেসময়, মানে ২০১৮ সালেই তার সঙ্গে কথা হয়েছিল আমার, পরে আরও বেশ কয়েকবার।
আশরাফ থামারাসারির সাথে শ্রীদেবীর সম্পর্ক নিয়ে ইতিমধ্যে নিশ্চয়ই কৌতূহল জেগেছে আপনার মনে?
কেবল শ্রীদেবী না, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বহু অভিবাসীরই তিনি ‘শেষ বা অন্তিম বন্ধু’।
অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অভিবাসী কারো মৃত্যু হলে, নিজের দেশে পরিবারের মানুষের কাছে বিনা মূল্যে স্বজনের মরদেহ পাঠানোর ব্যবস্থা করেন আশরাফ থামারাসারি।
গত প্রায় আড়াই দশক ধরেই তিনি এ কাজটি করে যাচ্ছেন।
অনন্য এ কাজের বহু স্বীকৃতি তিনি পেয়েছেন, বিগত বছরগুলোতে বহু মানুষের কৃতজ্ঞতা আর ভালোবাসা পেয়েছেন, বহু মানুষের আপনার জন হয়ে উঠেছেন তিনি।