মফঃস্বল বার্তা ডেস্ক: মধ্য ইউক্রেনের একটি খনি থেকে তোলা আকরিক নেয়া হচ্ছে লরিতে করে খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে একটি বড় ধরনের চুক্তির শর্তাবলীর বিষয়ে রাজি হয়েছে ইউক্রেন। কিয়েভে একজন সিনিয়র কর্মকর্তা বিবিসিকে এটি জানিয়েছেন।
“বেশ কিছু ভালো সংশোধনী নিয়ে আমরা একমত হয়েছি এবং এটিকে একটি ইতিবাচক ফল হিসেবেই দেখছি,” বলছিলেন ওই কর্মকর্তা। তবে এর বিস্তারিত কিছু তিনি জানাননি।
সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে ইউক্রেনের ৫০০ বিলিয়ন ডলারের প্রাকৃতিক সম্পদের ওপর যে অধিকার দাবি করেছিলো সেটি থেকে সরে এসেছে। তবে একই সঙ্গে ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তাও দিচ্ছে না তারা, যা দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ দাবি ছিল।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি আশা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটনে এসে এ সপ্তাহেই চুক্তিতে স্বাক্ষর করবেন। এর আগে দুই সপ্তাহ ধরে তারা একে অপরকে উদ্দেশে নানা মন্তব্য করেছিলেন।
সমঝোতায় উপনীত হবার বিষয়টি নিশ্চিত না করেই ট্রাম্প মঙ্গলবার বলেছেন চুক্তির বিনিময়ে ইউক্রেন লড়াই চালিয়ে যাবার অধিকার পাবে।
“তারা খুব সাহসী। তবে যুক্তরাষ্ট্র, এর অর্থ ও সামরিক উপকরণ ছাড়া যুদ্ধ অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যেতো,” বলেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের সামরিক উপকরণ ইউক্রেনে সরবরাহ অব্যাহত থাকবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন: “হয়তো রাশিয়ার সাথে আমাদের একটি চুক্তি হওয়া পর্যন্ত….আমাদের একটি চুক্তিতে পৌঁছানো দরকার, না হয় এটা চলতে থাকবে।”
ট্রাম্প অবশ্য বলেছেন যে শান্তি চুক্তির পর ইউক্রেনে ‘কোনও এক ধরনের শান্তিরক্ষা’ কার্যক্রমের দরকার হবে কিন্তু সেটি সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে।