• ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

নিরাপত্তায় থাকা শতাধিক পুলিশকে বরখাস্ত করল পাকিস্তান

Mofossal Barta
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ১৪:৩২ অপরাহ্ণ
নিরাপত্তায় থাকা শতাধিক পুলিশকে বরখাস্ত করল পাকিস্তান

নিরাপত্তায় থাকা শতাধিক পুলিশকে বরখাস্ত করল পাকিস্তান

সংবাদটি শেয়ার করুন....

আন্তজাতিক ডেস্ক: ২৯ বছর পর পাকিস্তানে ফিরেছে আইসিসির কোনো টুর্নামেন্ট। সফলভাবে আসরটি আয়োজনে নিরাপত্তার প্রশ্নে একচুলও ছাড় দিচ্ছে না দেশটি। তবে ক্ষোভ ছড়িয়েছে পড়েছে পুলিশে। নির্দেশনা না মানা এবং অতিরিক্ত ডিউটিতে বিরক্ত দেশটির পুলিশ। চাকরিও হারিয়েছে শতাধিক নিরাপত্তা কর্মী।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর পাকিস্তান। শুধু লাহোর ও রাওয়ালপিন্ডিতেই ১২ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তবে ভারতের সংবাদ মাধ্যম পিটিআই জানিয়েছে, পুলিশ কর্মীরা অসংখ্যবার ডিউটিতে অনুপস্থিত ছিলেন। দায়িত্বও পালন করেননি। এরপরই তাদের বরখাস্ত করা হয়।

পাঞ্জাব পুলিশের এক কর্মকর্তা বলেছেন, ‘বিদেশি দলগুলিকে নিরাপত্তা দেওয়ার জন্য লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম থেকে হোটেল পর্যন্ত যে পুলিশকর্মীদের দায়িত্ব দেওয়া হচ্ছিল, তাদের মধ্যে অনেকেই অনুপস্থিত ছিল। অনেকে আবার দায়িত্ব নিতে অস্বীকার করে।’ সেই কারণেই শতাধিক পুলিশকে বরখাস্ত করা হয় বলে খবর।

ওই কর্মকর্তা আরও বলেন, ‘এত বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে গাফিলতির কোনও জায়গাই নেই।’ শোনা যাচ্ছে, নির্ধারিত সময়ের থেকে বেশি খাটানো হচ্ছে বলে ওই পুলিশকর্মীরা বিরক্ত। তবে এখনও পাঞ্জাব পুলিশ থেকে আনুষ্ঠানিক কোনো বার্তা আসেনি।