রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা দেন আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ ফারাহ।
তিনি সৌদি নেতাদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘হোয়াইট হাউসে সম্প্রতি যা ঘটেছে, তা থেকে শিক্ষা নিন। সেখানে কীভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে অবজ্ঞা করা হয়েছে, তা দেখুন’।
ওই পোস্টে ফারাহ সরাসরি সৌদি কর্তৃপক্ষের উদ্দেশে প্রশ্ন তুলে বলেন, ‘আপনারা কী দেখেননি, যুক্তরাষ্ট্র তার সবচেয়ে বিশ্বস্ত মিত্র এমনকি ইহুদি পরিচয়ের জেলেনস্কিকেও কীভাবে সহজেই ত্যাগ করেছে? আপনাদের কী নিশ্চয়তা আছে যে, আমেরিকান ব্যাংকগুলোতে রাখা সম্পদ নিরাপদ থাকবে?’
তিনি প্রশ্ন রেখে আরও বলেন, ‘আপনারা কীভাবে নিশ্চিত হচ্ছেন যে, যুক্তরাষ্ট্র একদিন আপনাদের বিরুদ্ধেও মুখ ফিরিয়ে নেবে না, যেমনটি তারা ইউক্রেনের সঙ্গে করেছে?’
ফারাহ জোর দিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি তার ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গেও এমন অবজ্ঞাসূচক আচরণ করতে পারে, তাহলে মুসলিম ও আরব বিশ্বের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি আরও খারাপ হতে পারে।
তার এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং নতুন সমঝোতার আলোচনা চলছে। সূত্র: মেহের নিউজ