• ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাউফল কালিশুরী আওয়ামী পন্থী চেয়ারম্যান ঘুষ, দুর্নীতি অনিয়মের মাধ্যমে অবৈধ অর্থের পাহাড় গরায় এর বিচারের দাবী করে ইউনিয়ন বাসী

Mofossal Barta
প্রকাশিত মার্চ ৭, ২০২৫, ১৯:০৩ অপরাহ্ণ
বাউফল কালিশুরী  আওয়ামী পন্থী চেয়ারম্যান ঘুষ, দুর্নীতি অনিয়মের মাধ্যমে অবৈধ অর্থের পাহাড় গরায়  এর বিচারের  দাবী করে ইউনিয়ন বাসী

বাউফল কালিশুরী আওয়ামী পন্থী চেয়ারম্যান ঘুষ, দুর্নীতি অনিয়মের মাধ্যমে অবৈধ অর্থের পাহাড় গরায় এর বিচারের দাবী করে ইউনিয়ন বাসী

সংবাদটি শেয়ার করুন....

বিশেষ প্রতিনিধি পটুয়াখালী: পটুয়াখালী জেলার বাউফল উপজেলাধীন ২নং কালিশুরী ইউনিয়ন আওয়ামীলীগের চেয়ারম্যান নেছর উদ্দিন সিকদার জামাল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, কালীশুরী ডিগ্রী কলেজের প্রিন্সিপাল, কালীশুরী, এসএ ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় সভাপতি, বৃহত্তর কালীশুরী বাজারের সভাপতি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালনকরে একাই শত শত কোটি টাকার মালিক বনে যায় বলে একাধিক সূত্র জানায়।

নেছার উদ্দিন সিকদার জামালের দুর্নীতি অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ইতিমধ্যে বিগত ২৫ শে আগস্ট ২০২৪ খ্রিঃ সাংবাদিক মাজেদুল ইসলাম দুর্নীতি দমন কমিশনে একটি অভিযোগ দ্বায়ের করে।
ঐ অভিযোগের ভিত্তিতে এ প্রতিবেদক অনুসন্ধানে জানতে পারে কালিশুরী বাজার সিসি ক্যামেরার আওতায় আনার জন্য প্রতি দোকান থেকে ১ থেকে ২ হাজার টাকা করে চাঁদা আদায় করে। যাতে কয়েক কোটি টাকা উত্তোলন করে নেছার উদ্দিন জামালের নেতৃত্বাধীন সন্ত্রাসী গ্রুপ আত্যসাৎ করে। এ প্রতিবেদক কে স্থানীয়রা জানায় নেছার উদ্দিন জামালের বিরুদ্ধে কেউ কথা বললে তার উপরে নেমে আসতো অসহনীয় নির্যাতন। ইউনিয়নের প্রতিটি ইউনিটে তার ছিল একটি করে সন্ত্রাসী বাহিনী যাদের ভয়ে সাধারন মানুষ মুখ খুলতে পারত না।

এ প্রতিবেদক বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে জানতে পারে ইউনিয়নে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানের প্রধান কে নিয়ে নিয়োগ বাণিজ্য চালিয়ে কোটি কোটি টাকা উপার্জন করে। তার এ সকল কাজে সহযোগিতা করে বিশেষ করে যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহিন মিয়া সহ আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষকলীগ এর সভাপতি সাধারণ সম্পাদকেরা। এ প্রতিবেদককে সাধারণ জনগণ জানায় বিগত আটবারের চেয়ারম্যান মরহুম আব্দুর রহমান সরদার যা করেছে তার চেয়ে ২ বারের চেয়ারম্যান হয়ে জামাল শত গুন বেশী দুর্নীতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এ প্রতিবেদক জানতে পারে মরহুম আব্দুর রহমান সরদার বিএনপিপন্থী হওয়ায় সাবেক ৮ বারের আওয়ামী লীগের এমপি ও চিপ হুইপ আ,স,ম ফিরোজ বর্তমানে কারাগারে রয়েছে সে কোন কাজ করতে দেয়নি আঃ রহমান সরদারকে। এই প্রতিবেদককে স্থানীয়রা জানায় আব্দুর রহমান সরদারের জনপ্রিয়তার কাছে এমপি আ,স,ম ফিরোজ ও অসহায় ছিল।স্হানীয় নির্বাচনের সময় ধলাপাড়া নিবাসী আওয়ামী লীগ কর্মী এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইদুর রহমান মল্লিকের বাবা আব্দুল ওহাব মল্লিক কে জনগন পিটিয়ে আহত করলে সেই সুযোগ গ্রহণ করে নেছার উদ্দিন সিকদার জামাল ও আ,স,ম ফিরোজ আহত ব্যক্তিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী করে চিকিৎসাধীন আবস্হায় মৃত্যু নিশ্চিত করার ব্যবস্থা করে বলে স্থানীয় অসাধারনের ধারনা। নির্বাচনের দুইদিন পূর্বের ঘটনায় আব্দুর রহমান সরদারের গ্রুপ কে নির্বাচনী প্রচারণা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করে জামাল বাহিনী সুযোগটি কাজে লাগিয়ে নেছারউদ্দিন জামাল চেয়ারম্যান হয়। চেয়ারম্যান হওয়ার পূর্বেও তার টিনের ঘরে ঢুকতে কষ্ট হতো অথচ চেয়ারম্যান হওয়ার এক বছরের মাথায় কোটি টাকার উপরে খরচ করে ভবন নির্মাণ করে। তার অবৈধ অর্থে কালিশুরি বাজারে কমপক্ষে ১০-১২ টি দোকান রয়েছে বরিশাল শহরে একটি বাড়ি, ঢাকাতে একটি আলিশান ফ্ল্যাট রয়েছে বলে একাধিক সূত্র এ প্রতিবেদক কে জানায়। নেছার উদ্দিন জামালের সন্ত্রাসী বাহিনী দ্বারা ইউনিয়নের প্রতিটি বাজার ঘাট শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করত। বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে কমিটি বাণিজ্য ও করত এই জামাল। তার পরিষদে মামলা করতে গেলে টাকা ছাড়া কোন মামলা নিত না এবং কোন বিচার সালিশ করত না। এলাকাবাসীর দাবি আওয়ামী সরকারের সময় আ স ম ফিরোজ চেয়ারম্যান জামালকে দিয়ে কালীশুরী ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল বলে সাধারন মানুষ এ প্রতিবেদকে জানায়।ইতিপূর্বে “মুক্ত খবর পত্রিকায়” ইউনিয়নের হাজী পঞ্চম আলী মাধ্যমিক বিদ্যালয় নিয়ে একটি সংবাদ প্রকাশ করে বলে জানা যায়। জামালের বিরুদ্ধে কথা বলায় তার পরিষদের সদস্য মাহবুব সিকদার পোনাহুরা এবং পরিষদের সদস্য মোঃ হানিফ ফকিরও সীমাহীন অত্যাচারের শিকার হয় জামালের সন্ত্রাসী বাহীনির দাঁড়া তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে বলে জানায় ভুক্তভোগী পরিবারগুলো। এ প্রতিবেদাকে আরো জানায় জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় এক ব্যক্তিকে কুপিয়ে আহত করে ওই মামলায় চেয়ারম্যান জামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে পটুয়াখালী বিজ্ঞ জেলজজ আদালত । এছাড়াও তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি এ প্রতিবেদক কে জানায়।ইউনিয়ন বাসীর দাবি পত্রিকার মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মন্ত্রণালয় বিষয়গুলো তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।কালীশুরী ডিগ্রী কলেজে এখনো তিনি কিভাবে ছুটি কাটায় বরিশাল উচ্চ শিক্ষা বোর্ড এবং ম্যানেজিং কমিটি কেন তাকে চাকুরী থেকে বহিষ্কার করছে না কলেজ থেকে এখানে ম্যানেজিং কমিটির কি স্বার্থ জড়িত রয়েছে সাধারণ মানুষ জানতে চায়।