• ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গণমাধ্যমকর্মীদের ওপর বরখাস্তকৃত এসপির হামলায় অভিযোগ দায়ের”

Mofossal Barta
প্রকাশিত মার্চ ১২, ২০২৫, ২০:৪৯ অপরাহ্ণ
গণমাধ্যমকর্মীদের ওপর বরখাস্তকৃত এসপির হামলায় অভিযোগ দায়ের”

গণমাধ্যমকর্মীদের ওপর বরখাস্তকৃত এসপির হামলায় অভিযোগ দায়ের

সংবাদটি শেয়ার করুন....

রাজশাহী প্রতিনিধি: নাটোর আদালতে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় সাময়িক বরখাস্ত পুলিশ সুপার এস এম ফজলুল হকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সাংবাদিক কাউছার হাবীব বাদী হয়ে নাটোর সদর থানায় অভিযোগটি দায়ের করেন। এ সময় নাটোরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযোগে বলা হয়, মঙ্গলবার দুপুরে স্ত্রীকে নির্যাতনের মামলায় ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত বরখাস্তকৃত পুলিশ সুপার এস এম ফজলুল হক নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজিরা দিতে আসেন। পরে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আদালত থেকে কারাগারে নেওয়ার সময় সাংবাদিকরা ভিডিও ধারণ ও ছবি তুলতে গেলে পুলিশের কাছ থেকে ছুটে এসে আসামি ফজলুল হক সাংবাদিকদের ওপর হামলা করেন এবং ক্যামেরা ভাঙচুরের চেষ্টা চালান। এ ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হলে সেনাবাহিনীর হস্তক্ষেপে তাকে কারাগারে নেওয়া হয়।

এ ঘটনায় বরখাস্তকৃত পুলিশ সুপার ফজলুল হকসহ দায়িত্বে অবহেলা করা পুলিশ সদস্যদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে সাংবাদিক কাউসার হাবীব সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।পাশাপাশি বরখাস্তকৃত পুলিশ সুপারকে হাতকড়া না পরিয়ে দায়িত্বে অবহেলার পাশাপাশি বিশেষ সুবিধা দেওয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। এ সময় নাটোরের তিন প্রেস ক্লাবের নেতারা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, সাময়িক বরখাস্ত পুলিশ সুপার এস এম ফজলুল হকের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার অভিযোগটি গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।