• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টে ২ জনসহ ১৭ জন গ্রেপ্তার

Mofossal Barta
প্রকাশিত মার্চ ২০, ২০২৫, ২০:০০ অপরাহ্ণ
রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টে ২ জনসহ ১৭ জন গ্রেপ্তার

রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টে ২ জনসহ ১৭ জন গ্রেপ্তার

সংবাদটি শেয়ার করুন....

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের ২ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১৭ জন গ্রেপ্তার হয়েছে।

সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ২ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১৫ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন এবং অন্যান্য অপরাধে ১০ জন।অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃত মো: তৌফিকুল ইসলাম টনি (৪০) ও মো: তুষার (২৬)। আওয়ামীলীগ কর্মী তৌফিকুল ইসলাম রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার পুরাতন বিলসিমলা এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে এবং ছাত্রলীগ কর্মী তুষার রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকার মো: হাবিল মণ্ডলের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।