• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

লুহানস্কে ইউক্রেনের রকেট হামলা, রুশ ৩ সাংবাদিকসহ নিহত ৬

Mofossal Barta
প্রকাশিত মার্চ ২৫, ২০২৫, ১৭:১৫ অপরাহ্ণ
লুহানস্কে ইউক্রেনের রকেট হামলা, রুশ ৩ সাংবাদিকসহ নিহত ৬

এর আগে ইউক্রেনে রাতভর ৯৯টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। কয়েক সপ্তাহ ধরে দুপক্ষের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা ৫৭টি ড্রোন গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

 ডিজিটাল ডেস্ক: ইউক্রেনের রকেট হামলায় রুশ বাহিনীর দখলকৃত লুহানস্ক অঞ্চলে তিন রুশ সাংবাদিক ৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ মার্চ) রুশ কর্তৃপক্ষের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে চালানো এই হামলায় যুদ্ধ বিষয়ক সংবাদদাতা আলেকজান্ডার ফেদোরচাক, রাশিয়ার টেলিভিশন চ্যানেল জভেজদার আন্দ্রেই পানভ ও চ্যানেলের ড্রাইভার আলেকজান্ডার সিরকেলি নিহত হয়েছেন। লুহানস্ক অঞ্চলের মস্কো-নিযুক্ত গভর্নর লিওনিড পাসেচনিক এ তথ্য জানিয়েছেন।

এর আগে ইউক্রেনে রাতভর ৯৯টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। কয়েক সপ্তাহ ধরে দুপক্ষের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা ৫৭টি ড্রোন গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ার হামলা চালানো ৯৯টি ড্রোনের মধ্যে ৫৭টি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং আরও ৩৬টি ড্রোন লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম হয়নি। তবে বাকি ছয়টি ড্রোনের কী হয়েছে সে বিষয়টি নিশ্চিত করা হয়নি।

তদন্ত কমিটি বলেছে, এ ঘটনার পর একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। রাশিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, হামলায় একজন ১৪ বছর বয়সি কিশোর এবং রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিএএসএস-এর সাংবাদিক মিখাইল স্কুরাতভ আহত হয়েছেন। তিনি ছররা বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়েছেন বলেও উল্লেখ করা হয়।

এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ইউক্রেনের এই হামলাকে ‘নিষ্ঠুর ও অগ্রহণযোগ্য’ বলে নিন্দা জানিয়েছেন।

পৃথক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিবের দপ্তর বলেছে, ‘আমরা সাংবাদিক হত্যার তীব্র বিরোধিতা করি এবং চাই যে, এমন ঘটনাগুলোর যথাযথ তদন্ত করা হোক’।