• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইয়েমেনে ১৮তম মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত

Mofossal Barta
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৫, ১৯:১৭ অপরাহ্ণ
ইয়েমেনে ১৮তম মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত

এই মার্কিন হামলায় ১৬ জন বেসামরিক ব্যক্তিও আহত হয়েছেন এবং ধ্বংসাবশেষ অপসারণের কাজ এখনও সম্পূর্ণ না হওয়ায় হতাহতদের সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্কঃ  ইয়েমেনি সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র ঘোষণা করেছেন যে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী আঠারোতম আমেরিকান এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বুধবার এক বিবৃতিতে ঘোষণা করেছেন, ‘ইয়েমেনের বিরুদ্ধে বারবার মার্কিন আগ্রাসন এবং বেশ কয়েকজন ইয়েমেনি নাগরিকের হতাহত হওয়ার পরিপ্রেক্ষিতে ইয়েমেনি বিমান প্রতিরক্ষা বাহিনী আল-জাওফ প্রদেশের আকাশসীমায় একটি আমেরিকান এমকিউ-৯ ড্রোন গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে।’

তিনি বলেন যে এই অভিযানটি দেশীয়ভাবে উৎপাদিত ক্ষেপণাস্ত্র দিয়ে পরিচালিত হয়েছিল।

ইয়াহিয়া সারি আরো বলেন, গত ১০ দিনে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ‌এই নিয়ে তৃতীয় মার্কিন ড্রোন ভূপাতিত করেছে এবং গাজার সমর্থনে ইয়েমেনি সেনাবাহিনীর পবিত্র জিহাদের শুরু থেকে এ পর্যন্ত এই ধরণের ১৮টি মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র আরো বলেন, ‘আমরা গাজার সমর্থনে আমাদের অভিযান এবং ইয়েমেনের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন মোকাবেলায় আমাদের প্রতিরক্ষামূলক মিশন চালিয়ে যাব। আমাদের দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং স্থিতিশীলতা ক্ষতি করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে আমরা দায়িত্বশীলতার সাথে মোকাবিলা করতে সম্পূর্ণ প্রস্তুত এবং গাজার বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান থামবে না।’

এমন সময় তিনি এসব কথা বলেন, যখন আজ বুধবার সকালে ইয়েমেনের হুদাইদা প্রদেশে মার্কিন যুদ্ধবিমান বোমা হামলা চালানো হয়।

পশ্চিম ইয়েমেনের হুদাইদা প্রদেশের মুকবিল শহরে মার্কিন যুদ্ধবিমানের হামলায় এখন পর্যন্ত ছয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইয়েমেনির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, শহীদদের মধ্যে তিনজন শিশু এবং অন্য দু’জন মহিলা।

এই মার্কিন হামলায় ১৬ জন বেসামরিক ব্যক্তিও আহত হয়েছেন এবং ধ্বংসাবশেষ অপসারণের কাজ এখনও সম্পূর্ণ না হওয়ায় হতাহতদের সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।