• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

দীর্ঘ এক যুগ পার হলেও ভাই একাই দখল রেখেছে ওয়ারিশ চার বোনের জমি।

Mofossal Barta
প্রকাশিত এপ্রিল ১২, ২০২৫, ১১:২১ পূর্বাহ্ণ
দীর্ঘ এক যুগ পার হলেও ভাই একাই দখল রেখেছে ওয়ারিশ চার বোনের জমি।

দীর্ঘ এক যুগ পার হলেও ভাই একাই দখল রেখেছে ওয়ারিশ চার বোনের জমি। জমি থেকে অর্জিত টাকা কিংবা কোন ধরনের সুবিধা চাই

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ এক যুগ পার হলেও ভাই একাই দখল রেখেছে ওয়ারিশ চার বোনের জমি। জমি থেকে অর্জিত টাকা কিংবা কোন ধরনের সুবিধা চাইতে গেলেই একের পর এক হামলা ও ভয়ভীতি দেখিয়ে মিরপুরের দারুস সালাম থানার মাজার রোডের জলিল স-মিলের জমির মালিকগন।

এ নিয়ে দারুস সালাম থানা ও উপ পুলিশ কমিশনার মিরপুর বিভাগে একাধিক অভিযোগ থাকলেও স্থানীয় বিএনপি নাম ভাঙ্গিয়ে একটি সঙ্ঘবদ্ধ চক্র দখল রেখেছে ০৫ কাঠা জমিটি। গত ২৫/২/২৫ তারিখে ডিসি মিরপুরে হাবিবা আফরোজ নামে এক ভুক্তভোগী লিখিত অভিযোগ দায়ের করেন। এসব বিষয়ে তথ্য সংগ্রহ করতে ভুক্তভোগীর ফোন কলে বাংলা অ্যাফেয়ার্সে কর্মরত নিজস্ব প্রতিবেদক আব্দুস সালাম মিতুল ও এসএমআর শহীদ ১৩বি/ই লালকুঠি মসজিদের বিপরীতে জলিল স-মিলের সামনে পৌছালে আজ দুপুর আনুমানিক ১২ টার সময় মোশারফ হোসেন রতন

সাধারণ সম্পাদক ১০ নং ওয়ার্ড বিএনপি (৫৫) হঠাৎই গালাগালি শুরু করে। সাংবাদিক কে আনল? তুই কত বড় সাংবাদিক? বলে এলোপাথাড়ি কিল ঘুষি ও চর থাপ্পড় দিতে থাকে। রতনের সাথে থাকা সেলিম, খালেক, মালেক, বয়রা শাহিন, ভুট্টোসহ অজ্ঞাত ও আরও ১৫/২০ জন মিলে সাংবাদিক মিতুলের মুখের বাম পাশের চোয়াল, ও ঘাড়ের বাম পাশে লাঠির আঘাতে জখমে ফেটে যায়।
মোবাইলে ভিডিও আছে সন্দেহে একই সময় সাথে থাকা সহকর্মী শহীদের মোবাইল ফোন, মানিব্যাগ কেড়ে নিয়ে তাকেও মারধর শুরু করে তারা।
হঠাৎ এমন মারধোর ও গালিগালাজের কারণ জিজ্ঞাসা করলে দ্বিতীয় দফায় প্রকাশ্য দিবালোকে মাজার রোড মেইন সড়কে রাস্তায় ফেলে মারধর করে তারা। স্থানীয়দের সহযোগিতায় ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে তাদের। রাজধানীর দারুস সালাম থানায় হওয়া সাংবাদিক নির্যাতনের অভিযোগ সূত্রে জানা গেছে এমন ঘটনা।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ ওসি রাকিব হাসান জানান….
সাংবাদিক নির্যাতনের বিচার হোক এমন প্রত্যাশা সাংবাদিক পরিবারের।